ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডর্টমুন্ডকে উড়িয়ে দিল হামবুর্গ

প্রকাশিত: ০৬:১৪, ২২ নভেম্বর ২০১৫

ডর্টমুন্ডকে উড়িয়ে দিল হামবুর্গ

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক সপ্তাহ ব্যস্ত সময় পার করেছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গন। ২০১৬ ইউরোর বাছাইপর্ব, প্রীতি ম্যাচ এবং রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়েই মেতেছিল বিশ্বফুটবল। তবে এর মধ্যেই প্যারিসে ঘটে যায় ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা। যে কারণে থমকে গিয়েছিল গোটা বিশ্বই। তবে সেই পরিস্থিতি ক্রমেই শান্ত হওয়ার পথে। তাই শুক্রবার থেকে শুরু হয়েছে ক্লাব ফুটবলের লড়াই। জার্মান বুন্দেসলিগায় এদিন মাঠে নেমেছিল বরুশিয়া ডর্টমুন্ড এবং হামবুর্গ। আর সেই ম্যাচে হামবুর্গ ৩-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে বুন্দেসলিগার শক্তিশালী দল বরুশিয়া ডর্টমুন্ডকে। শুক্রবার ম্যাচের শুরু থেকেই ডর্টমুন্ডের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে হামবুর্গ। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথমে লিড এনে দেন লাসোগা। আর বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন হোটবি। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুলনামূলকভাবে খর্বশক্তির দল হামবুর্গ। আর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় হামবুর্গ। তবে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে ডর্টমুন্ড। কিন্তু কোন সুুযোগই কাজে লাগাতে পারেনি তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে ১টি গোল শোধ করেন অবামায়েং। তবে বাকি সময় আর কোন গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে হামবুর্গ। এই জয়ের ফলে জার্মান বুন্দেসলিগায় ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে অবস্থান করছে হামবুর্গ। আর ২৯ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর শীর্ষে অবস্থান করছে চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেয়া বেয়ার্ন মিউনিখ। যারা টুর্নামেন্টে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে। বরুশিয়া ডর্টমুন্ড এবং হামবুর্গের ম্যাচকে ঘিরে বাড়তি সতর্কতা দেখা যায়। হ্যানোভারে বোমাতঙ্কে জার্মান বনাম হল্যান্ডের প্রীতি ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর থেকেই বুন্দেসলিগায় নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে জোর আলোচনা শুরু হয়। এ বিষয়ে বুন্দেসলিগার প্রধান জানিয়েছিলেন, এখানে বাড়াবাড়ির কিছু নেই। এমনিতেই বুন্দেসলিগা ম্যাচগুলোতে সতর্কতা অবলম্বন করা হয়।
×