ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রণদা প্রসাদের জন্মজয়ন্তী আজ

প্রকাশিত: ০৬:৪৬, ২২ নভেম্বর ২০১৫

রণদা প্রসাদের জন্মজয়ন্তী আজ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২১ নবেম্বর ॥ রবিবার দানবীর রণদা প্রসাদ সাহার ১১৯তম জন্মজয়ন্তী। জন্মজয়ন্তী উপলক্ষে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল এ্যান্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ এবং মির্জাপুর গ্রামবাসী নানা কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলার এডিটর-ইন-চীফ মনজুরুল আহসান বুলবুল। সভাপতিত্ব করবেন রণদা প্রসাদ সাহার পৌত্র কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। রণদার জন্মজয়ন্তী উপলক্ষে ভারতেশ্বরী হোমস সকালে রণদার নিজ গ্রাম মির্জাপুরের বাড়িতে প্রার্থনা সঙ্গীতের আয়োজন করবে। সন্ধ্যায় হোমস মাঠে অনুষ্ঠিত হবে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে। পরে হোমসের ডাইনিং রুমে অতিথিদের নিয়ে মোম জ্বালিয়ে রণদা প্রসাদের ১১৯তম জন্মজয়ন্তীর কেক কাটা হবে। ১৯৯৬ সালের এই দিনে উত্থান একাদশী তিথিতে দানবীর রণদা প্রসাদ সাহা সাভারের শিমুলিয়ার কাছের গ্রামে মামারবাড়িতে জন্মগ্রহণ করেন। সার্কাস প্রদর্শনী নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ নবেম্বর ॥ ‘শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ সেøাগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে উপচেপড়া দর্শকের সামনে সার্কাস প্রদর্শন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগের অ্যাক্রোবেটিক দল। শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। বিষমুক্ত খাবার নিয়ে সেমিনার স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষদ ভবনে আয়োজিত ‘ধারাবাহিক নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. বিপ্লব কুমার বিশ্বাস।
×