ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে দুই বাংলার চলচ্চিত্রবিষয়ক আলোচনা

প্রকাশিত: ০৭:০৮, ২২ নভেম্বর ২০১৫

আইজিসিসিতে দুই বাংলার চলচ্চিত্রবিষয়ক আলোচনা

সংস্কৃতি ডেস্ক ॥ রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধি সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) শুক্রবার সন্ধ্যায় ‘পশ্চিম বাংলা এবং বাংলাদেশের বাংলা চলচ্চিত্র’ বিষয়ক প্রবন্ধের উপর এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলোচনা করেন লেখক এবং ইউনিভার্সিটি টিচার এন্ড কনসালটেন্ট ড. রহমান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টেলিভিশন এবং ফিল্ম স্টাডিস’ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এজেএম সাইফুল আলম ভূঁইয়া। প্রায় পৌনে দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠানে ড. রহমান দুই বাংলার চলচ্চিত্র এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। বিশেষ করে এই উপমহাদেশের অন্যতম চলচ্চিত্রকার সত্যজিৎ রায় নির্মিত বিভিন্ন চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি মৃণাল সেন, ঋত্তিক ঘটক , জহির রায়হান সাদেক খান, সালাউদ্দিন এবং ফতেহ লোহানাীর বাংলা চলচ্চিত্রে তাদের অবদান বিষয়য়ে আলোকপাত করেন। তিনি ড. এজেএম সাইফুল ইসলামের প্রবন্ধের ওপর আলোচনা করেন। অনুষ্ঠানে তারা প্রশ্ন উত্তরের মাধ্যমে দুই বাংলার চলচ্চিতের বিভিন্ন বিষয় তুলে ধরেন। আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশের খ্যাতিমান প্রযোজক হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের জ্যেষ্ঠ কয়েকজন অধ্যাপক ও চলচ্চিত্র বিভাগের ছাত্র ছাত্রীরা অংশ নেন। প্রসঙ্গত, আলোচনায় অংশ নেয়া ড. রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি সমাজ বিজ্ঞান, চলচ্চিত্র, থিয়েটার বিষয়ে চর্চা করে থাকেন। সংশ্লিষ্ট বিষয়ে তার বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে। অন্যদিকে ড. এজেএম সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ও ফিল্ম স্টাডিস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকেও তিনি অনুরূপ একটি ডিগ্রী অর্জন করেন।
×