ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই সময়ে লিয়ন আহমেদ

প্রকাশিত: ০৭:০৮, ২২ নভেম্বর ২০১৫

এই সময়ে লিয়ন আহমেদ

সংস্কৃতি ডেস্ক ॥ লিয়ন আহমেদ। এই সময়ের সম্ভাবনাময় একজন অভিনেতা। টোকাই নাট্যদলের সাবেক এই সদস্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন টিভি চ্যানেলের খ- নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। তার অভনীত খ- নাটকগুলো প্রশংসিত হয়েছে। নাটকের পাশাপাশি লিয়ন দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’ এবং গোলাম রব্বানী বিপ্লবের ‘সহযাত্রী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। টোকাই নাট্যদলের সদস্য হিসেবে দলের কর্ণধার মেহেদী হাসান সাজুর তত্ত্বাবধানে তিনি পাঁচ বছর যুক্ত ছিলেন। এ সময় তিনি বেশ কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে মেহেদী হাসান সাজুর রচনা ও নির্দেশনায় পথনাটক ‘আমাদের ফুলতুলি’, ‘মুক্তির গুপ্তধন’, মঞ্চনাটক ‘দর্পহরি’, ‘বাকতলির পরি’ অন্যতম। লিয়ন মঞ্চনাটকের পাশাপাশি আধুনিক নৃত্যেও পারদর্শী। বিভিন্ন সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে আধুনিক নৃত্য পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। নাটক ও টেলিফিল্মের পাশাপাশি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চান এ অভিনেতা। এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা এবং দর্শকদের কাছে দোয়া চান লিয়ন। অভিনেতা লিয়নের জন্য শুভ কামনা।
×