ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধারাবাহিক পরিচালনায় রুনু আঞ্জুমান

প্রকাশিত: ০৭:০৯, ২২ নভেম্বর ২০১৫

ধারাবাহিক পরিচালনায় রুনু আঞ্জুমান

সংস্কৃতি ডেস্ক ॥ প্রতিশ্রুতিশীল অভিনেত্রী, কবি, নাট্যনির্মাতা, শিক্ষক ও সাংবাদিক রুনু আঞ্জুমান। সম্প্রতি তাঁর পরিচালনায় ‘কাজল দীঘির গা’ শিরোনামে ১০১ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু হয়েছে। পরিচালক রুনু আঞ্জুমান এর আগে পল্লীকবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি নক্সীকাঁথার মাঠ অবলম্বনে নির্মিত ‘সোনাই কাহিনী’ চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। ঠাকুরগাঁও জেলা সদরে জন্ম নেয়া এ অভিনেত্রীর এটিই প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক কবি শাহীন রেজা। কবিতা বিষয়ক ছোট কাগজ ‘টাঙ্গন’-এর সম্পাদক রুনু আঞ্জুমানের কবিতা এবং সংস্কৃতি বিষয়ক কর্মকা-ে সম্পৃক্ততা কিশোরী বয়স থেকেই। সঙ্গীত, নৃত্য, অভিনয় এবং আবৃত্তিতে জাতীয় পর্যায়ে একাধিক পদক ও পুরস্কার অর্জন করেছেন রুনু আঞ্জুমান। কবি হিসেবে পরিচিত রুনু আঞ্জুমানের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা পাঁচটি। এগুলো হলো- ‘শূন্যতার ওজন’ (২০০৯), ‘যথেচ্ছ মিথ্যার ভিড়ে’ (২০১০), ‘পাখিবউ মধুবর’ (২০১১), ‘ঘুম পাহাড়ের সুখ’ (২০১২) এবং ‘প্রশ্নেরা উত্তর খোঁজে’ (২০১৪)। চিন্তাশীল পাঠকের কাগজ ‘বৈচিত্র্য’-এর সহকারী সম্পাদক এবং ক্যামব্রিয়ান কলেজে আবৃত্তির শিক্ষক হিসেবে কর্মরত। কবি ও চিত্রনায়িকা রুনু আঞ্জুমানের জন্মদিন ছিল ১৮ নবেম্বর বুধবার। এ উপলক্ষে ‘বৈচিত্র্য’ কার্যালয়ে দিনভর অনুষ্ঠিত হয় কবি, সাংবাদিক এবং সংস্কৃতিকর্মীদের আড্ডা। কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
×