ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারন বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:৩০, ২২ নভেম্বর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৫. সমসংস্থ অঙ্গ- র. বাদুড়ের ডানা রর. মানুষের হাত ররর. বিড়ালের পা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. পানির সবচেয়ে বড় উৎস কোনটি? ক) ঝর্ণা খ) সমুদ্র গ) নদী-নালা ঘ) পুকুর ৩৭. ঢ়ঐ মান খুব কমে গেলে কোনটি বাঁচাতে পারে না? ক) পোনা মাছ খ) রুই মাছ গ) কাতলা মাছ ঘ) ইলিশ মাছ ৩৮. নদীর পানির গতিপথ পরিবর্তনের কারণ চিংড়ি চাষের জন্য নালা কেটে লবণাক্ত পানি মূল ভূখ-ে আনা হয়? ক) মৌলভীবাজার খ) গাইবান্ধা গ) কুমিল্লা ঘ) সাতক্ষীরা ৩৯. বি এম আই-এর সূত্র হচ্ছে- ক) দেহের ওজন (কেজি) + [ দেহের উচ্চতা (মিটার)]২ খ) দেহের ওজন (গ্রাম) + [দেহের উচ্চতা (মি.মি)] ২ গ) দেহের উচ্চতা (মিটার) + [ দেহের ওজন (কেজি)] ২ ঘ) দেহের প্রশস্ততা (মিটার) + [দেহের ওজন (কেজি)]২ ৪০. মৌমাছির হুলে যে রাসায়নিক পদার্থ বিদ্যমান- র. হিস্টামিন রর. ফরমিক এসিড ররর. অ্যাপামিন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. অ্যান্টিবডির অপর নাম হলো- ক) অ্যাগ্লুটিনোজেন খ) অ্যাগ্লুটিনিন গ) নিউট্রোফিল ঘ) বেসোফিল ৪২. অবতল লেন্সের আকৃতি কিরূপ? ক) প্রান্ত মোটা ও মধ্যভাগ সরু খ) প্রান্ত সরু ও মধ্যভাগ মোটা গ) প্রান্ত মোটা ও মধ্যভাগ মোটা ঘ) প্রান্ত সরু ও মধ্যভাগ সরু ৪৩. নিচের কোন ভিটামিনটি দ্রবণীয়? ক) ভিটামিন 'অ' খ) ভিটামিন 'ই' গ) ভিটামিন 'ঈ' ঘ) ভিটামিন 'ঋ' ৪৪. এক ব্যক্তির ওজন ৮০ কেজি হলে তার প্রাত্যহিক প্রোটিন চাহিদা কত হবে? ক) ৮০ গ্রাম খ) ১০০ গ্রাম গ) ৪০ গ্রাম ঘ) ২০ গ্রাম ৪৫. পুষ্টির ক্ষেত্রে সঠিক উক্তি- র. খাদ্য বস্তুকে পরিপাক ও শোষণ করে রর. আত্মীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ করে ররর. রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. হাইপার টেনশনের কারণ- ক) অতিরিক্ত লবণ খাওয়া খ) অতিরিক্ত ব্যায়াম গ) বেদবিহীন শরীর ঘ) কম ওজন ৪৭. কিসের পানির সাধারণত রোগজীবাণু মুক্ত হয়? ক) নদ-নদীর খ) ভূ-গর্ভস্থ গ) পুকুরের ঘ) মহাসাগরের উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও : রহমান সাহেব সাগরকে নিজের সন্তান হিসেবে দাবি করেন। একটি টেস্টের মাধ্যমে তিনি প্রকৃত পিতা হিসেবে স্বীকৃতি পেলেন। ৪৮. উক্ত রাস্তার অদৃশ্য বাঁক কত কোণে হতে পারে? ক) উঘঅ টেস্ট খ) জঘঅ টেস্ট গ) ব্লাড টেস্ট ঘ) ইউরিন টেস্ট ৪৯. বরফের গলনাংক কোনটি? ক) ৯৯.৯% খ) ৯৫.৯% গ) ৯৪.৯% ঘ) ৯৭.৯% ৫০. জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন- র. ১ লিটার পানিতে ন্যূনতম ৫ মিলিগ্রাম অক্সিজেন রর. নদ-নদীর পানির ঢ়ঐ ৬-৮ এর কাছাকাছি ররর. নদ-নদীর পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর : ৩৫. (ক) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (ক)
×