ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিস্তা সেচ ক্যানেলের বাঁধ বিধ্বস্থ্য বিস্তির্ণ এলাকার পাকা আমন ক্ষেত বিনষ্ট

প্রকাশিত: ১৮:৪৮, ২২ নভেম্বর ২০১৫

তিস্তা সেচ ক্যানেলের বাঁধ বিধ্বস্থ্য বিস্তির্ণ এলাকার পাকা আমন ক্ষেত বিনষ্ট

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান সেচ ক্যানেলের ডানতীর বাঁধের ২০ ফুট বিধ্বস্থ্য হয়েছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই মৌজায় এ ঘটনা ঘটে। এতে সিংদই ও কানিয়ালখাতা নামের দুটি এলাকার প্রায় ৫শতাধিক বিঘা পাকা আমনক্ষেত তলিয়ে দিয়ে বিনষ্ট হয়েছে।এলাকার কৃষকদের অভিযোগ নীলফামারী পানি উন্নয়ন বোডের গাফলাতির কারনে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য কৃষকরা আহাজারী করছে। আজ রবিবার সকাল ৭টায় সরেজমিনে ঘটনাস্থলের গেলে দেখা যায় বিধ্বস্থ্য বাঁধ দিয়ে ক্যানেলের পানি লোকালয়ে প্রবেশ অব্যাহত ছিল। এলাকার কৃষকরা জানায় অনেকের পাকা আমন ধান কেটে শুকানোর জন্য ক্ষেতেই ফেলে রেখেছিল। কেউ বা ধান কাটার প্রস্তুতি নেয়। এ অবস্থায় এ ঘটনা ঘটনায় সিংদই ও কানিয়ালখাতা মৌজার গ্রামের প্রায় পাঁচ শতাধিক বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে বিনষ্ট হয়েছে। এ ঘটনার খবর দিলে পানি উন্নয়ন বোডের কোন কর্মকর্তা এলাকায় আসেনি বলে কৃষকদের অভিযোগ। প্রায় ১০ হাজার মন ধান বিনষ্ট হয়েছে জানিয়ে ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে।। এদিকে পানি উন্নয়ন বোডের সুত্র জানায় খবর পেয়ে তাৎক্ষনিকভাবে চাঁদেরহাট আর-থ্রী ডি জলকপাট বন্ধ এবং ঘটনাস্থলের অদুরে থাকা টি-টু-ডি জলকপাট খুলে দিয়ে পানি ভিন্নপথে অপসারন করা হয়। নীলফামারী পানি উন্নয়ন বোডের চলতি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল মাহবুদ শেখ সাংবাদিকদের বলেন বাঁধ বিধ্বস্থ্য হওয়ার ঘটনাটি তদন্ত করা হবে। পাশাপাশি বিধ্বস্থ্য বাঁধটি মেরামতের ব্যবস্থা নেয়া হয়েছে।
×