ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু ॥ বসেছে ৩২ লাখ শিক্ষার্থী

প্রকাশিত: ১৯:১৫, ২২ নভেম্বর ২০১৫

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু ॥ বসেছে ৩২ লাখ শিক্ষার্থী

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশের সাত হাজার ৫২টি কেন্দ্রে আজ রবিবার একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিন সকাল ১১টা থেকে প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হচ্ছে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে ৬৪ জেলাকে এবার বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন। আর ইবেতেদায়ীতে তিন লাখ পাঁচ হাজার ৪৫১ জন। প্রাথমিকে ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন ছাত্র এবং ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন ছাত্রী এবার পরীক্ষা দিচ্ছে। আর ইবেতেদায়ীতে বসেছে এক লাখ ৬০ হাজার ৫৬১ জন ছাত্র ও এক লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী। গত বছর প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সে হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৯ হাজার ১৯৩ জন। বাংলাদেশের সাত হাজার ৫২টি কেন্দ্র ছাড়াও দেশের বাইরে আট দেশের আরও ১১টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে। অন্যবারের মতো এবারও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হচ্ছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে। আগে এই পরীক্ষার সময় দুই ঘণ্টা সময় থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
×