ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামীকালের সমাপনী পরীক্ষা ৩০ নভেম্বর

প্রকাশিত: ১৯:২৮, ২২ নভেম্বর ২০১৫

আগামীকালের সমাপনী পরীক্ষা ৩০ নভেম্বর

অনলাইন রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কারণে আগামীকাল সোমবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর সোমবার। আগামীকাল বাংলা পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মতিঝিল আইডিয়াল কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রবিবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গত শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে ওই কর্মসূচি ঘোষণা করেন।
×