ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড়াইগ্রামে ইভটিজিং এর দায়ে যুবকের এক বছরের কারাদন্ড

প্রকাশিত: ২০:০২, ২২ নভেম্বর ২০১৫

বড়াইগ্রামে ইভটিজিং এর দায়ে যুবকের এক বছরের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, বড়াইগ্রাম (নাটোর)॥ নাটোরের বড়াইগ্রামে ইভটিজিং এর দায়ে সুজন দেওয়ান (২৪) নামে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার রাত সাড়ে ১০টা দিকে আদালতের বিচারিক হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এই আদেশ দেয়ার পর রোববার সকালে দন্ডপ্রাপ্ত সুজনকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দয়াল কুমার ব্যানার্জি জানান, উপজেলার জোয়াড়ি ইউনিয়নের বলিদাঘাটি গ্রামের মৃত খোরশেদ দেওয়ান এর ছেলে সুজন দীর্ঘদিন ধরে একই গ্রামের স্বামী পরিত্যক্ত পপি খাতুন (২০) কে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। পরবর্তীতে পপি খাতুনের অভিযোগের ভিত্তিতে আদালত প্রমাণ সাপেক্ষে সুজনকে এই কারাদন্ডাদেশ প্রদান করেন।
×