ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানাডায় তুর্কি বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ২০:১৮, ২২ নভেম্বর ২০১৫

কানাডায় তুর্কি বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক ॥ বোমা হামলার হুমকি পাওয়ার পর রোববার কানাডায় জরুরি অবতরণ করেছে তুর্কি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। রোববার সকালে বিমানটি নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেছিল এবং এর গন্তব্য ছিল তুরস্ক। কানাডার হ্যালি্ফ্যাক্স স্ট্যানফিল্ড ইন্টারন্যাশনাল বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার এক টুইটার বার্তায় জানিয়েছে, তুর্কি এয়ারলাইন্সের ২ নং ফ্লাইটটি ২৫৬ জন আরোহী নিয়ে নিরাপদে অবতরণ করেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অবতরণের পর এর সকল যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ওই বিমানে জোর তল্লাশি চালানো হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। তবে এতে কোনো বোমা খুঁজে পাওয়া গেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া কে বা কারা ওই বোমা হামলার হুমকি দিয়েছিল সে বিষয়েও কোনো মন্তব্য করেনি কানাডা পুলিশ। প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর আন্তর্জাতিক রুটের বিমানগুলোতে বোমা হামলার হুমকির বেড়েছে। ওই একই কারণে বুলগেরিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী বুরগাস শহরে বৃহস্পতিবার সকালে জরুরি অবতরণ করেছিল মিশরগামী একটি যাত্রীবাহী বিমান।
×