ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে শিশু অধিকার বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২১:৩৫, ২২ নভেম্বর ২০১৫

দুর্গাপুরে শিশু অধিকার বিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(নেত্রকোনা) ॥ নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নে সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজ্ড ফ্যামিলিজ (সাফ) এর উদ্যোগে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় শিশু অধিকার বিষয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়। রবিবার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউ,পি চেয়ারম্যান সাইদুর রহমান পাঠান এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, উপজেলা মানবাধিকার সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাফ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , শিশু ক্লাব প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, কমিউনিটি লিডার, মুক্তিযোদ্ধা, সিডব্লিওজি প্রতিনিধি, এসএমসি কমিটির প্রতিনিধি, স্কীম হোল্ডার, শিক্ষক প্রতিনিধি সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ। বক্তারা বলেন দেশের সার্বিক উন্নয়নে শিশুদের অধিক গুরুত্ব দিয়ে শিশু শ্রম নিরসন, ঝড়ে পড়া রোধ, শিশু বিবাহ বন্ধ সহ স্থানীয় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সহযোগিতায় হত দরিদ্র শিশুদের চিহ্ণিত করে স্কুলমুখী করা সহ নানামুখী সহযোগিতায় আত্মনির্ভর করে গড়ে তুলতে হবে। কর্মশালার সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাফ এর এরিয়া কোঅর্ডিনেটর নিতাই সাহা।
×