ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসের আগে শেষ হবে নিজামীর আপিল শুনানি- অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ২২:৩৫, ২২ নভেম্বর ২০১৫

বিজয় দিবসের আগে শেষ হবে নিজামীর আপিল শুনানি- অ্যাটর্নি জেনারেল

অনলাইন রিপোর্টার ॥ ‍ আসছে বিজয় দিবসের আগেই জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি শেষে হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রসঙ্গত, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সুপ্রিম কোর্টের শীতকালীন অবকাশ। এর আগেই নিজামীর আপিল শুনানি শেষ করার কথা জানালেন তিনি। রবিবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মাহবুবে আলম। তিনি বলেন, আসামিপক্ষ এখন নিজামীর মামলায় পেপারবুক উপস্থাপন করছে। আশা করছি ১৫ ডিসেম্বরের আগে মামলার শুনানি শেষ হবে। আপিল বিভাগে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিল শুনানি এরই মধ্যে শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর শুরু হওয়া এই শুনানির এরই মধ্যে তিন কার্যদিবস পার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির যে দণ্ড হয়েছে তার পেপার বুক উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। পেপারবুক উপস্থাপন শেষে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ থাকবে মামলাটি।
×