ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ২৩:০৪, ২২ নভেম্বর ২০১৫

ইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ইবি সংবাদদাতা ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছ বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৮ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এসময় সকল হলের প্রভোস্টরা একই সাথে জাতীয় পতাকা উত্তলন করেন। এদিকে সকাল ১০ টা ৩০ মিনিটে প্রশাসন ভবনের সমনে থেকে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়েল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনা কওে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ঈমাম আ,স,ম শোয়ায়েব আহম্মদ।
×