ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নির্বিঘেœ পিএসসি পরীক্ষা শুরু

প্রকাশিত: ২৩:১৩, ২২ নভেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে নির্বিঘেœ পিএসসি পরীক্ষা শুরু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে নির্বিঘেœ শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা। জেলায় এবার ৫৭টি কেন্দ্রে একযোগে ৩৯ হাজার ৯শ ৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। রবিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেস। এছাড়া সকল কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ঠাকুরগাঁও জেলায় নির্বিঘেœ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে ঝরে পড়া রোধ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেস বলেন, পরীক্ষা ঘণ্টা শেষ হলেও প্রতিবন্ধী শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সুবিধা দেওয়া হবে।
×