ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোমার হুমকিতে তুর্কী বিমানের পথ পরিবর্তন

প্রকাশিত: ২৩:৪৯, ২২ নভেম্বর ২০১৫

বোমার হুমকিতে তুর্কী বিমানের পথ পরিবর্তন

অনলাইন ডেস্ক ॥ চারদিন আগেও এয়ার ফ্রান্সের একটি বিমান পথ পরিবর্তন করে হ্যালিফ্যাক্সে অবতরণ করে । কানাডার কর্মকর্তারা বলছেন, নিউ ইয়র্ক থেকে তুরস্কগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান বোমা হুমকির কারণে পথ পরিবর্তন করে কানাডায় অবতরণ করেছে। ২৫৬ জনকে বহনকারী বিমানটি কানাডার পূর্বাঞ্চলের হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সংবাদ সংস্থা এপি বলছে, বোমার হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে কানাডিয় পুলিশ। তবে এবিষয়ে বিস্তারিত কোন মন্তব্য তারা করেনি। সম্প্রতি প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হবার এক সপ্তাহ পরেই এই ঘটনাটি ঘটলো। রয়্যাল কানাডিয়ান পুলিশ ফোর্স তাদের টুইটারবার্তায় বলেছে, তারা স্থানীয় সময় ২২:৫০-এ (০২:৫০ জিএমটি) বোমার হুমকিটি জানতে পারে। তবে এরই মধ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। বোমার হুমকির কারণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের দুটি বিমানও পথ পরিবর্তন করে। সূত্র-বিবিসি।
×