ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে পিএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত সাত শতাধিক

প্রকাশিত: ২৩:৫৩, ২২ নভেম্বর ২০১৫

গফরগাঁওয়ে পিএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত সাত শতাধিক

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনািসংহের গফরগাঁওয়ে পিএসসি পরিক্ষায় প্রথম দিনে ইংরেজী পরিক্ষায় অনুপস্থিত সাত শতাধিক ছাত্রছাত্র্ ী। জানা যায়, পিএসসি পরীক্ষায় গফরগাঁও উপজেলায় প্রাথমিকে ৮হাজার, ৩’শ, ৯৪জন এবং এবতেদায়ীতে ১১’শ, ৫৮জন পরিক্ষার্থী পরীক্ষ দেয়ার জন্য ফরম পুরন করে। কতৃপক্ষ নিয়ম অনুযায়ী সকল ছাত্রছাত্রীর প্রবেশ প্রত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পেরন করে। রবিবার প্রথম দিনে প্রাথমিকের ৪’শ ২১জন ও এবতাদায়ীতে ৩’শ, ২৩জন অনুপস্থিত ছিল। পিএসসি পরিক্ষায় বিপুল সংক্ষক ছাত্রছাত্রীর অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করে দুর্নিতী দমন কমিমনের গফরগাঁও উপজেলা শাখার সাধারন সম্পাদক এইচ কবীর টিটু বলেন ৭ শতাধিক ছাত্রছাত্রী অনুপস্থিতি প্রমান করে প্রাথমিক শিক্ষার মান কোথায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন ৭শত ৪৪জন ছাত্রী পরিক্ষায় অনুপস্থিত থাকায় দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নেয়ার কারন জানা নেই। হয়তো পরীক্ষার আগেই ঝড়ে গেছে। ঝড়ে পড়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। শেখ আব্দুল আওয়াল
×