ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ দুর্বলতায় ব্যাংকে অনিয়ম ঘটছে

প্রকাশিত: ০০:০৯, ২২ নভেম্বর ২০১৫

অভ্যন্তরীণ দুর্বলতায় ব্যাংকে অনিয়ম ঘটছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অভ্যন্তরীন নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে দেশের ব্যাংকগুলোতে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে। এজন্য বাংলাদেশ ব্যাংক কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশও দিয়েছে। কিন্তু এরপরও ইন্টারন্যাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্সে (আইসিসি) খুব একটা শক্তিশালী হয়নি। রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনে এসব কথা বলেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। মিরপুরে বিআইবিএমের কার্যালয়ে আয়োজিত দুদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। দু’দিন ব্যাপী সম্মেলনে চারটি সেশন রয়েছে; প্রত্যেক সেশনে একজন চেয়ারম্যন ও চারজন প্যানেলিস্ট আছেন। এই সম্মেলনে ছাব্বিশটি কী-নোট পেপার উপস্থাপন করা হবে। তন্মধ্যে বারটি পেপার সম্মেলনের প্রথম দিন উপস্থাপন করা হয়। নেপাল, মালেশিয়া ও ভারত-এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই সম্মেলনে তাঁদের গবেষণামূলক আর্টিকেল উপস্থাপন করেন। এ সম্মেলন আজ শেষ হচ্ছে। ড. আতিউর রহমান বলেন, কয়েকটি ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক তার সুপারভিশন কৌশলে কৌশলগত পরিবর্তন এনেছে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কর্পোরেট সুশান এবং পর্ষদের জবাবদিহিতা ও দায়-দায়িত্বের ক্ষেত্রে তত্ত্ববধানের ওপর জোর দেয়া হয়েছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালী করা হয়েছে। আন্তর্জাতিক রীতি-নীতির সঙ্গে সঙ্গতি রেখে ঝুঁকি চিহ্নিতকরণ, পরিমাপ ও ঝুঁকি প্রশাসনের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সুপারভিশনে তথ্যপ্রযুক্তির প্রয়োগ বিদ্যমান দুর্বলতাগুলোকে উত্তরণে সহায়তা করবে বলে আশা করা যায়। সম্মেলনে বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী ২০১৪ সালে ব্যাংকিং খাতের উপর একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি বলেন, ঝুকিভিত্তিক অডিট, ব্যাংক পরিচালনার ম্যানুয়াল, বার্ষিক প্রতিবেদন প্রস্তুত, আইসিসিডি প্রধান ও কর্মকর্তার দক্ষতার ইত্যাদির বিষয়ে গত এক বছরে ব্যবধানে চোখে পড়ার মত কোন উন্নয়ন হয়নি। অর্থ্যাৎ অভ্যন্তরীন নিয়ন্ত্রলে দুর্বলতা রয়েছে গেছে। ব্যাংকের একজন ডিএমডিকে আইসিসিডির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। তিনি প্রধান নির্বাহী দ্বারা নিয়ন্ত্রিত। এমন নিয়ন্ত্রিত ব্যক্তি দ্বারা অভ্যন্তরীণ ঝুকি চিহ্নিত ও নিরসন করা সম্ভব নয়। তিনি বলেন, ব্যাংকগুলোতে কিছু বড় ধরনের অনিয়মের ঘটনার পর আইসিসির গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাংকগুলোর ঠকার পর শিখছে।
×