ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালেহ আহমেদের রেকর্ডে অনূর্ধ্ব-১৯ দলের জয়

প্রকাশিত: ০৩:১৭, ২২ নভেম্বর ২০১৫

সালেহ আহমেদের রেকর্ডে অনূর্ধ্ব-১৯ দলের জয়

অনলাইন ডেস্ক ॥ ভারতে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সালেহ আহমেদের রেকর্ডে বোলিংয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে তারা হারিয়েছে ৪ উইকেটে। বোলিং দুর্দান্ত হলেও আরও একবার ভাবনার খোরাক জুগিয়েছে বাংলাদেশের ব্যাটিং। আফগানিস্তানের ৮৫ রান টপকে যেতেও বাংলাদেশকে খেলতে হয়েছে ৩৪.৪ ওভার, হারাতে হয়েছে ৬ উইকেট! মাত্র সপ্তাহখানেক আগেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন সঞ্জিত সাহা। রোববার সেটিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন সালেহ আহমেদ। ১০ রানে ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার! গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে ৫ উইকেট নিয়েছিলেন সালেহ। যুব ওয়ানডেতে একাধিকবার ৫ উইকেট নেওয়া বাংলাদেশের দ্বিতীয় বোলার সালেহ। এর আগে দুই বার পেয়েছিলেন কেবল আবুল হাসান। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তুলেছিল আফগানিস্তান। কিন্তু বাংলাদেশের স্পিনারদের দারুণ বোলিংয়ে এরপর ছিল কেবল আফগান ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ৩০.৪ ওভারে গুটিয়ে যায় তারা ৮৫ রানে। ৭.২ ওভারে ১০ রানে ৬ উইকেট নিয়েছেন সালেহ, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিয়েছেন দুটি। একটি নিয়েছেন সাঈদ সরকার। জবাবে বাংলাদেশও উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। লক্ষ্য বেশি বড় নয় বলে পার পাওয়া গেছে। ওপেনার সাইফ হাসান ৩২ রান করতে খেলেছেন ৯৮ বল। সহ-অধিনায়ক নাজমুল হাসান করেছেন ১৯, উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান ১৩। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭৬ রানে অল আউট হয়ে ৮২ রানে হেরেছিল বাংলাদেশ।
×