ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণের অভিযোগে বেনাপোলে তিন কর্মকর্তা-কর্মচারী ওএসডি

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ নভেম্বর ২০১৫

ঘুষ গ্রহণের অভিযোগে বেনাপোলে তিন কর্মকর্তা-কর্মচারী ওএসডি

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ঘুষ বাণিজ্যের মাধ্যমে রাজস্ব ফাঁকিতে মদদ দেয়ার অভিযোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস হাউসের তিন কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি (অফিসার্স অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। রবিবার সকালে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানা গেছে। এর আগে বুধবার তাদের বেনাপোল চেকপোস্ট কর্মস্থল থেকে প্রত্যাহার করে নেয়া হয়। অভিযুক্তরা হলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা এ কুদ্দুস, জমির উদ্দিন ও সেপাই ইলিয়াস। সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে কুরিয়ার সার্ভিসের একটি চালান শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ছাড় করাতে সহযোগিতা করেন অভিযুক্তরা। পরে উর্ধতন কর্মকর্তার কাছে অভিযোগ আসলে তিনি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পান।
×