ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে আয়কর মেলায় ৫ কোটি টাকার কর আদায়

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ নভেম্বর ২০১৫

চট্টগ্রামে আয়কর মেলায় ৫ কোটি টাকার  কর আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রামে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলায় ৫ কোটি ২৩ লাখ টাকার আয়কর আদায় হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ আয়কর মেলায় ৮ হাজার ৪১টি রিটার্ন, ২৭৯টি নতুন ই-টিআইএন এবং ১৩টি ইটিআইএন পুনঃনিবন্ধন করা হয়। মেলা কমিটি সূত্র জানায়, চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের আওতায় ৮ হাজার ৪১ জন করদাতার কাছ থেকে মোট ৫ কোটি ২৩ লাখ ১০ হাজার ৫৮০ টাকার আয়কর আদায় করা হয়েছে। তার মধ্যে মেলার প্রথম দিনে বৃহস্পতিবার ২ হাজার ৬৩৫টি রিটার্নের বিপরীতে ১ কোটি ২ লাখ ১২ হাজার ২৮৬ টাকা আয়কর আদায় করা হয়। নতুন করে ৯৮ জন ইটিআইএন এবং ৭ জন ইটিআইএন পুনঃনিবন্ধন করেন। মেলার দ্বিতীয় দিনে শুক্রবার ২ হাজার ৩৬৮টি রিটার্নের বিপরীতে ১ কোটি ৮১ লাখ ৪৯ হাজার ১৯২ হাজার টাকা আদায় করা হয়। ওইদিন নতুন করে ৩১ জন ইটিআইএন এবং ২ জন ইটিআইএন পুনঃনিবন্ধন করেন। সর্বশেষ শনিবার মেলার শেষ দিনে ৩ হাজার ৩৯টি রিটার্নের বিপরীতে ২ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ১০২ টাকা আয়কর আদায় করা হয়। নতুন ১৫০ জন ইটিআইএন এবং ৪ জন ইটিআইএন পুনঃনিবন্ধন করেন। চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর যুগ্ম কর কমিশনার মাসুদ রানা জানান, করদাতাদের আগ্রহের কারণে দেশে প্রথম বারের মতো শীতকালীন আয়কর মেলার আয়োজন করা হয়। যারা এ মেলার রিটার্ন জমা দিতে পারেননি তারা আগামী ৩০ নবেম্বরের মধ্যে নির্দিষ্ট কর অঞ্চল অফিসে গিয়ে আয়কর জমা দিতে পারবেন। কোন ধরনের ঝামেলা ছাড়াই আয়কর জমা দেয়া যাবে বলেও জানান তিনি।
×