ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারের উন্নয়নে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন ॥ সেবি চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারের উন্নয়নে শক্তিশালী নিয়ন্ত্রক  সংস্থা প্রয়োজন ॥ সেবি চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ যে কোন দেশের পুঁজিবাজার উন্নয়নে একটি শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা থাকা প্রয়োজন বলে মনে করেন ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক এক সমঝোতা চুক্তি সইয়ের পর এ কথা বলেন তিনি। সমঝোতা চুক্তিতে সই করেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (সেবি) চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহা। উপেন্দ্র কুমার সিনহা বলেন, যে কোন দেশের পুঁজিবাজার উন্নয়নে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা থাকা প্রয়োজন। যাতে করে পুঁজিবাজারের উন্নয়নে যে কোন সিদ্ধান্ত নেয়া সহজ হয়। কারণ পুঁজিবাজারের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার উপরে। উল্লেখ্য, শনিবার ঢাকায় আসেন ইউ. কে সিনহা। তিন সদস্যের প্রতিনিধি দল ৪ দিন ঢাকা সফর করবেন। প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন সেবির প্রধান মহাব্যবস্থাপক অমর জিত সিং ও মহাব্যবস্থাপক আলী আজগর সাব্বির হোসেন। সফরের প্রথম দিন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেন সেবির চেয়ারম্যান। আর আজ সোমবার বাংলাদেশের পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্টেকহোল্ডাদের সঙ্গে মতবিনিময় করবেন সেবির চেয়ারম্যান। যেখানে তিনি মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ওই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে বিএসইসির চেয়ারম্যান, কমিশনার, নির্বাহী পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাদের।
×