ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেড় ঘণ্টায় বিক্রেতাশূন্য ফার কেমিক্যাল

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ নভেম্বর ২০১৫

দেড় ঘণ্টায় বিক্রেতাশূন্য ফার কেমিক্যাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড রবিবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার বেলা দেড়টা পর্যন্ত কোম্পানির স্ক্রিনে সর্বশেষ ৮ লাখ ৭৮ হাজার ৭৭টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোন শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৩২ টাকা ৭ পয়সা দরে। এই শেয়ারের সমাপনী দর ছিল ২৯ টাকা ৮ পয়সা। এর আগে শনিবার কোম্পানিটির পক্ষ থেকে প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করা হয়। এই প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ৪৪ পয়সা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১৭৫ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×