ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৫, ২৩ নভেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. বাংলাদেশে জনগণ কাকে নির্বাচিত করে শাসনকার্যে অংশ নেয়? ক) মন্ত্রিসভার সদস্য খ) স্পিকার গ) সংসদ সদস্য ঘ) প্রধানমন্ত্রী ২১. বিচার বিভাগের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য নয়? ক) স্বাধীনতা খ) নিরপেক্ষতা গ) হস্তক্ষেপ ঘ) প্রভাব মুক্ততা ২২. ইন্দিরা গান্ধীর চরিত্রের মাধুর্য ও তেজস্বিতা তাকে অন্যান্য যেকোনো নেতার চেয়ে পৃথক করেছিল। তার মধ্যে যে গুণটি ছিলÑ ক) ব্যক্তিত্ব খ) দৈহিক সুস্থতা গ) শিক্ষাঘ) দৈহিক সৌন্দর্য ২৩. শাসন বিভাগের সর্বোচ্চ ক্ষমতা যখন এক ব্যক্তির হাতে ন্যস্ত থাকে তখন তাকে কী বলে? ক) একক শাসন খ) দ্বৈত শাসন গ) সমষ্টিগত শাসন ঘ) ত্রিশাসন ২৪. রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? ক) জাতীয় ঐক্য খ) অর্থনৈতিক স্বাধীনতা গ) চারিত্রিক উন্নতি ঘ) জাতীয়তাবোধ ২৫. যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ মূলত কী? ক) সংসদীয় খ) রাষ্ট্রপতি শাসিত গ) ধর্মতান্ত্রিক ঘ) সমাজতান্ত্রিক ২৬. পৌরনীতি ও সুশাসন গভর্ন্যান্সকে এক কথায় কী বলে আখ্যায়িত করে থাকে? ক) শাসনের ব্যবস্থা খ) সুশাসন গ) সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঘ) জন অংশগ্রহণ ২৭. নেতৃত্ব তিনটি উপাদানের সমন্বয়ে- র. গঠিত হয় রর. উপস্থাপিত হয় ররর. বিকাশ হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৮. রাজনৈতিক দলের কী থাকে? ক) কর্মসূচি খ) ব্যবসায় গ) আইন অমান্যের ক্ষমতা ঘ) নির্বাচন আয়োজনের ক্ষমতা ২৯. জনমতের গুরুত্ব নয় কোনটি? ক) ব্যক্তি স্বাধীনতা রক্ষা খ) গণতন্ত্রের বিকাশ গ) প্রগতির সহায়ক ঘ) গণরায় দমন ৩০. প্রাচীনকালে এথেল ও স্পার্টার কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? ক) বিশ্বরাষ্ট্র খ) জাতীয় রাষ্ট্র গ) নগররাষ্ট্র ঘ) যুক্তরাষ্ট্র ৩১. কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? ক) স্বাধীনতার খ) ভালোবাসার গ) অধিকারের ঘ) সম্প্রীতির ৩২. জনমত হতে হবেÑ র. কল্যাণকামী রর. সুস্পষ্ট ররর. সুনির্দিষ্ট নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩৩. আমলাতন্ত্র কোন ধরনের নেতৃত্ব? ক) রাজনৈতিক খ) প্রশাসনিক গ) সনাতন ঘ) প্রতীকধর্মী ৩৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলÑ র. জনতা লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি রর. কমিউনিস্ট পার্টি ররর. মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, পিডিপি নেজামে ইসলাম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) ররর ঘ) র, রর, ও ররর ৩৫. “জনমত ‘জন’ ও নয়- ‘মত’ নয়”Ñ এ মতের প্রবর্তক কে? ক) ব্রাইস খ) গিলক্রিস্ট গ) বরার্ট পিল ঘ) গেটেল ৩৬. জাতিয়তার উপাদান হলোÑ র. বংশগত ঐক্য রর. ভাষার ঐক্য ররর. ধর্মগত ঐক্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. জনমত হলো সমাজের বিভিন্ন মতামতের ঘাত প্রতিঘাতের ফলাফলÑ এ উক্তিটি কে করেছেন? ক) এলডব্লিউ ডুব খ) বিম্বল ইয়ং গ) লর্ড ব্রাইস ঘ) মরিস জিন্সবার্গ ৩৮. বিচারক নিয়োগের সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি? ক) জনগণের ভোটে খ) আইনসভার ভোটে গ) বিচারকগণের ভোটে ঘ) শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ ৩৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিÑ র. রাষ্ট্রীয় কার্যাবলী সহজ করেছে রর. রাষ্ট্রীয় কার্যাবলীতে গতিশীলতা দান করেছে ররর. প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেছে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪০. পরিবারে যাদের আদর্শ মানুষকে বেশি প্রভাবিত করেÑ র. বাবা-মার রর. ভাই-বোনের ররর. প্রতিবেশীর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. নাগরিকতা স্থানীয় রূপলাভ করে যখন নাগরিকÑ র. স্থানীয় এলাকার সদস্য হয়ে সুবিধা ভোগ করে রর. নিজ এলাকার উন্নয়ন কাজে সহযোগিতা করে ররর. সার্কের প্রতিনিধি হয়ে নেপালে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪২. রুশো শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ক) জেরেমি বেন্থাম খ) স্টুয়ার্ট মিল গ) জ্যাঁ জ্যাঁক রুশো ঘ) ম্যাকাইভার ৪৩. মানুষের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, উচিত-অনুচিত ইত্যাদির সাথে সম্পৃক্ত বিধি-বিধানকে কী বলা হয়? ক) মূল্যবোধ খ) আইন গ) নৈতিকতা ঘ) দৃষ্টিভঙ্গি ৪৪. মানুষের আচার-আচরণ মূল্যায়নের বিজ্ঞান কোনটি? ক) পৌরনীতি খ) অর্থনীতি গ) নীতিশাস্ত্র ঘ) সমাজকর্ম অনুচ্ছেদটি পড়ে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : জনাব ক একজন সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিবগণ তাকে সহায়তা করেন। জনাব ক সরকারি দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ৪৫. কিসের ভিত্তিতে সরকারকে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় দু’ভাগে ভাগ করা হয়েছে? ক) আনুষ্ঠানিক খ) পদসোপান গ) দাপ্তরিক ঘ) অনানুষ্ঠানিক ৪৬. নেতৃত্বের কৌশলের উপাদান কয়টি? ক) পদসোপান খ) রাজনৈতিক নিরপেক্ষতা গ) স্থায়িত্ব ঘ) আনুষ্ঠানিক সঠিক উত্তর: ২০. (গ) ২১. (গ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (খ) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (গ) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (ঘ)
×