ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটিকে উড়িয়ে দিল লিভারপুল

প্রকাশিত: ০৬:০২, ২৩ নভেম্বর ২০১৫

সিটিকে উড়িয়ে দিল লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ সাময়িক বিরতির পর শনিবার থেকে আবারও মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের খেলা। লীগের সেরা সেরা সব ক্লাবই মাঠে নেমেছিল এদিন। দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডের মাঠে জয় পেয়েছে অতিথি ম্যানচেস্টার ইউনাইটেড। লুইস ভ্যান গালের শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের । নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ১-০ গোলে পরাজিত করেছে নরউইচ সিটিকে। অন্যদিকে বিগ ম্যাচে লিভারপুল ৪-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তবে খর্বশক্তির দল ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ২-১ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। ওয়াটফোর্ডের বিপক্ষে ভিসুরাজ রোড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলাফলটাও দ্রুত পেয়ে যায় তারা। ম্যাচের ১১ মিনিটে আন্দ্রে হেরেরার সহায়তায় দুর্দান্ত ফিনিশিং করেন মেমফিস ডিপে। আর এতে করেই ম্যাচে ১-০তে লিড নেয় ভ্যান গালের দল। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা গড়ালেও গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ওয়ার্টফোর্ডের ট্রয় ডিনেই। কিন্তু গোল করে নায়ক বনে যাওয়া ডিনেই খলনায়ক হতে খুব বেশি সময় নেননি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সেই ডিনেই আত্মঘাতী গোল করলে হার নিশ্চিত হয়ে যায় ওয়াটফোর্ডের। আর পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানইউ। প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু সময়টা ভাল কাটছে না তাদের। যে কারণে নিজের চাকরি নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন চেলসির কোচ জোশে মরিনহো। তার দল নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেও যেন বেশ ছন্নছাড়া হয়ে যায়। নিজেদের গুছিয়ে নিতেই বেশ ব্যস্ত ছিল ব্লুজরা। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার নরউইচ সিটির সীমানায় আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি স্বাগতিক চেলসি। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের দুর্দশা কিছুটা হলেও কাটিয়ে ওঠে মরিনহোর শিষ্যরা। ম্যাচের ৬৪ মিনিটে ফ্যাব্রিগাসের বাড়িয়ে দেয়া বলে দারুণ ফিনিশিং উপহার দেন দিয়েগো কোস্তা। ১-০ তে এগিয়ে গিয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে চেলসি। ফলে ম্যাচে আর কোন গোল না হওয়ায় ঐ একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই জয়ের পরও ১৩ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নাম্বারে পড়ে রয়েছে লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে প্রিমিয়ার লীগের বড় ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেয়ার স্বাদটা যেন তিক্ততার মধ্য দিয়েই কেটেছে স্বাগতিক ম্যানচেস্টার সিটির। ইত্তিহাদ স্টেডিয়ামে আতিথ্য নিতে এসে শুরু থেকেই সিটিজেনদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ৭ মিনিটে ম্যানসিটির মানগালা আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় জার্গেন ক্লপের দল। এরপর ২৩ মিনিটে একটি অল ব্রাজিলিয়ান আক্রমণ থেকে গোল করে লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কৌটিনহো। যেখানে বলের যোগানদাতা ছিলেন রবার্তো ফিরমিনো। এরপর ম্যাচে ৩২ মিনিটে তারা দুইজন আবারও সিটিজেনদের রক্ষণদুর্গ ভেঙ্গে আদায় করে নেন নিজেদের তৃতীয় গোল। এবার বলের যোগানদাতা কৌটিনহো এবং ফিরমিনো। এরপর ম্যাচের ৪৪ মিনিটে সিটিজেনদের হয়ে সার্জি এ্যাগুয়েরো একটি গোল শোধ করলেও স্কারটেল ৮১ মিনিটে আরও একটি গোল করেন। এর ফলে লিভারপুল ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
×