ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেয়ার্ন মিউনিখের জয়রথ চলছেই

প্রকাশিত: ০৬:০২, ২৩ নভেম্বর ২০১৫

বেয়ার্ন মিউনিখের জয়রথ চলছেই

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারায় অব্যাহত বেয়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগায় টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল বর্তমান চ্যাম্পিয়নরা। মঙ্গলবার পেপ গার্ডিওলার শিষ্যরা ৩-১ গোলে হারিয়েছে শালকে জিরো ফোরকে। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানটাকে আরও সুসংহত করল রবার্ট লেভানডোস্কি-টমাস মুলার। আর পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে বেয়ার্নের ব্যবধান দাঁড়াল ৮ পয়েন্টের। শনিবার শালকের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে সফরকারী বেয়ার্ন মিউনিখ। ম্যাচের ৯ মিনিটে ডেভিড ?আলবার গোলে লিড নেয় বেয়ার্ন। তবে পিছিয়ে পড়েও হতাশ হয়নি স্বাগতিকরা। বরং ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে তারা। যে কারণে প্রথম গোলের আট মিনিট পরই সমতায় ফিরে শালকে। জার্মান মিডফিল্ডার ম্যাক্স মেয়ারের গোলে ম্যাচে ফিরে স্বাগতিকরা। এর ফলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আরও বেশি জ্বলে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৯ মিনিটে অ্যারিয়েন রোবেনের পাসে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার জাভি মার্টিনেজ। গত দুই বছরের মধ্যে বেয়ার্নের জার্সিতে এটাই মার্টিনেজের প্রথম গোল। বহুল কাক্সিক্ষত সেই গোলের দেখা পেয়ে স্প্যানিশ মিডফিল্ডারও দারুণ রোমাঞ্চিত। তারপরও থেমে থাকেনি বেয়ার্নের গোল উৎসব। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বেয়ার্নের জার্মান তারকা টমাস মুলার। এর ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্ডিওলার দল। তবে শালকের বিপক্ষে শুরু থেকেই ব্যাপকভাবে আধিপত্য বজায় রাখে বেয়ার্ন মিউনিখ। বিশেষ করে মুলার-লেভানডোস্কির আক্রমণাত্মক ফুটবলে ডিফেন্স সামলাতেই যেন হিমশিম খায় শালকে। ৭২ শতাংশ বলই থাকে বেয়ার্নের দখলে। অন্যদিকে পাঁচটি প্রচেষ্টার গোলমুখে মাত্র একটি শট নেয় স্বাগতিকরা। চলতি মৌসুমে এটি ছিল তাদের ১৩তম ম্যাচ। যার ১২টিতেই জয়ের স্বাদ পায় তারা। আর বাকি এক ম্যাচে ড্র করে পেপ গার্ডিওলার দল। এদিকে আগামী বছরের জুনে বেয়ার্নের সঙ্গে পেপ গার্ডিওলার চুক্তির মেয়াদ শেষ হবে।
×