ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হালিমের নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৬:০৩, ২৩ নভেম্বর ২০১৫

হালিমের নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মাগুরা জেলার কৃতী সন্তান আবদুল হালিম। এর আগে ওয়ালটন গ্রুপের মার্সেল ব্রান্ডের পৃষ্ঠপোষকতায় ২০১১ সালের ২২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাথায় বল রেখে ১৫.২ কিলোমিটার হেঁটে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি। রবিবার সকাল সাড়ে ১০টায় ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় কমলাপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পায়ে স্কেটিং জুতো পড়ে ও মাথায় বল রেখে দ্রুততম সময়ে ১০০ মিটার অতিক্রম করে আরেকটি নতুন বিশ্বরেকর্ড গড়েন হালিম। এশিয়ান যুব হকি মালয়েশিয়ার কাছে নাকাল বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ মালয়েশিয়ার কোয়ানটানে চলমান অস্টম জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় রবিবার বাংলাদেশ মালয়েশিয়ার মুখোমুখি হয়। খেলায় বাংলাদেশ ৮-০ গোলে পরাজিত হয়েছে। বাংলাদেশ এশিয়া কাপে ৮টি দলের মধ্যে ষষ্ঠ স্থান লাভ করল।
×