ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে মতবিনিময় বন্দর এলাকায় সব অবৈধ গ্যাস লাইন কাটা হবে

প্রকাশিত: ০৬:২৩, ২৩ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জে মতবিনিময়  বন্দর এলাকায় সব  অবৈধ গ্যাস লাইন  কাটা হবে

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে রবিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এছাড়া পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এর পক্ষে সিনিয়র এএসপি, তিতাস গ্যাস -এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ নওশাদ ইসলামসহ কোম্পানির উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি), বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বন্দর, চেয়ারম্যান কলাগাছিয়াপ ইউনিয়ন, মদনপুর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-১৯,২৩,২৬,২৭ এবং সংরক্ষিত ওয়ার্ড নং-২২,২৩,২৪ এর কমিশনারগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় বন্দর এলাকার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন/ অপসারণের বিষয় জনপ্রতিনিধিগণ একমত পোষণ করেন। সভায় এ কে এম সেলিম ওসমান বন্দর এলাকার সকল অবৈধ গ্যাস ব্যবহারকারীর নামের তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং তিতাস প্রতিনিধিকে নির্দেশনা দেন। তিনি বন্দর এলাকার ১০ হাজার অবৈধ গ্যাস ব্যবহারকারীকে গ্যাস সিলিন্ডার প্রদানের প্রতিশ্রুতি দেন এবং আগামী ২ মাসের মধ্যে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন/ অপসারণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। Ñবিজ্ঞপ্তি
×