ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মতবিনিময় সভায় বিশেষজ্ঞ অভিমত

দলীয়ভাবে পৌর মেয়র নির্বাচন ইতিবাচক তবে চ্যালেঞ্জও আছে

প্রকাশিত: ০৭:০২, ২৩ নভেম্বর ২০১৫

দলীয়ভাবে পৌর মেয়র নির্বাচন ইতিবাচক তবে চ্যালেঞ্জও আছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত ইতিবাচক। কিন্তু আসন্ন পৌরসভা নির্বাচনেই এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে খোদ রাজনৈতিক দলগুলোর যথেষ্ট প্রস্তুতি আছে কি না- সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার ব্যাপারে কিছু উল্লেখ নেই। পৌরসভা নির্বাচনে মেয়র পদে কোন দল কিভাবে প্রার্থী মনোনয়ন দেবে তা এখন পর্যন্ত অস্পষ্ট। এক্ষেত্রে প্রার্থী মনোনয়নে বাণিজ্য ও পেশীশক্তির ব্যবহারের আশঙ্কা রয়েছে। দলীয় মেয়রের অনুপস্থিতিতে নির্দলীয় কাউন্সিলরদের মধ্য থেকে প্যানেল মেয়র নির্বাচন প্রশাসনিক জটিলতা বাড়াবে। তাছাড়া বাস্তবতা বিবেচনায় মেয়র পদে ৩৩ শতাংশ নারী প্রার্থীর দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও চ্যালেঞ্জিং হবে। রবিবার রাজধানীতে স্থানীয় সরকার বিষয়ে বর্তমান সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তসমূহ এবং গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও সমন্বিত আইনের প্রাসঙ্গিকতা নিয়ে এক মতবিনিময় সভায় তারা এসব চ্যালেঞ্জের কথা জানান। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। এনজিও সংগঠন গবর্নেন্স এ্যাডভোকেসি ফোরাম (জিএফ) ও মানুষের জন্য যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে জিএফ সমন্বয়কারী মহসীন আলী লিখিত মূল বক্তব্য তুলে ধরেন। এতে বলা হয়, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আইন প্রণয়নের ক্ষেত্রে সরকারের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন সামগ্রিকভাবে প্রস্তুতিহীনতাকেই নির্দেশ করে। এ রকম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তো নয়ই, নিজেদের জোটসঙ্গী অন্যান্য দল, এমনকি ক্ষমতাসীন দলের মধ্যেও বিষয়টি নিয়ে তেমন আলোচনা হয়নি। একেক সময়ে একেক উদ্যোগ এবং শেষ পর্যন্ত আধা-দলীয় ও আধা-নির্দলীয় ধরনের পৌরসভা নির্বাচনী আইন সরকারের রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএফের চেয়ারপার্সন ও পিকেএসএফের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. ফেরদৌস জাহান প্রমুখ। সভাপতির বক্তব্যে ড. খলীকুজ্জমান বলেন, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সন্দেহ নেই। কিন্তু এখনও বিশাল একটি জনগোষ্ঠী উন্নয়নের বাইরে রয়েছে। এই বাদ পড়া জনগোষ্ঠীকে উন্নয়নে ফিরিয়ে আনতে শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই। এজন্য বিভক্তির পথ থেকে বেরিয়ে স্বচ্ছতার দিকে আসতে হবে। স্থানীয় সরকারের বিভিন্ন পক্ষের মধ্যে সম্পর্ক স্পষ্ট করতে হবে। টেকসই উন্নয়ন শেষ পর্যন্ত রাজনৈতিক বিষয়। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ব্যাপারে ঐক্য প্রয়োজন। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের জন্য একটি একীভূত আইন প্রণয়নের জন্য ভারতে বিদ্যমান স্থানীয় সরকার আইনটি বিবেচনা করার জন্য পরামর্শ দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, পরস্পর বিচ্ছিন্ন ও অসামঞ্জস্যপূর্ণ বিদ্যমান নয়টি আইন এবং ২২০টি বিধি বিধান স্থানীয় সরকার পরিচালানায় কোনো কাজেই আসে না।
×