ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবি ছাত্রলীগ নেতার ওপর শিবিরের হামলা

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ নভেম্বর ২০১৫

রাবি ছাত্রলীগ নেতার ওপর শিবিরের হামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের ওপর হামলা চালিয়েছে শিবিরের নেতাকর্মীরা। এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার সময় ৪০ থেকে ৫০ শিবির কর্মী জয়বাংলা সেøাগান দিয়ে কাজলা গেটে আসে। পরে তারা নারায়ে তাকবির বলে সেøাগান দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চার পাঁচজন ছাত্রলীগ কর্মীর ওপর আক্রমণ করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ও ইট ছুড়ে মারে। এর পর পর বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে শটগানের গুলি ছুড়লে শিবির কর্মীরা পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, ৪০ থেকে ৫০ জন শিবির কর্মী আমাদের ওপর ককটেল, গুলি ও ইট ছোড়ে। এ সময় ইটের আঘাতে আমার বাঁ হাত ক্ষত হয়েছে। এ বিষয়ে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, সন্ধ্যায় শিবির কর্মীরা কাজলাতে মিছিল করে। এ সময় তারা এক-দুটি ককটেল ফোটায়। তাদের তাৎক্ষণিকভাবে কাউকেই আটক করা সম্ভব হয়নি।
×