ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ইমামের ১ মাসের কারাদন্ড

প্রকাশিত: ২১:২২, ২৩ নভেম্বর ২০১৫

ঝিনাইদহে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ইমামের ১ মাসের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে আব্দুল্লাহ মন্ডল নামে এক ইমামের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশাফুর রহমান এ আদেশ দেন। ইমাম আব্দুল্লাহ মন্ডল একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের খোকাই মন্ডলের ছেলে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, বেলেমাঠ গ্রামের আব্দুর রহমানের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে রেক্সোনা আক্তারের (১৩) সাথে ঘুররী গ্রামের জয়নালের বিয়ে দেওয়া হয়। বিয়ে পড়ান মসজিদের ইমাম আব্দুল্লাহ মন্ডল। খবর পেয়ে পুলিশ ওই ইমামকে গ্রেফতার করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ে নিরোধ আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।
×