ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ২২:২৭, ২৩ নভেম্বর ২০১৫

গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিশিষ্ট রাজনীতিবিদ-ভাষাসৈনিক ও সমাজসেবক গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, গোলাম আকবর চৌধুরী বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন। ভাষা আন্দোলনে চট্টগ্রামে তার সভাপতিত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। তিনি মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের অবৈতনিক সদস্য ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, গোলাম আকবর চৌধুরী ১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকান্ডের পর দু:সময়ে আওয়ামী লীগের একজন প্রকৃত ভক্ত ও সুহৃদ হিসেবে সাহসী ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে তাঁর দেশে ফেরার পর গোলাম আকবর চৌধুরীর সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী । শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিককে হারালো এবং ব্যাক্তিগতভাবে আমি হারালাম একজন শুভাকাক্সক্ষী। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবাররের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
×