ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রভাবশালীদের রিট-মামলা খাল উদ্ধারে বাধা : মেয়র আনিস

প্রকাশিত: ২৩:০৭, ২৩ নভেম্বর ২০১৫

প্রভাবশালীদের রিট-মামলা খাল উদ্ধারে বাধা : মেয়র আনিস

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতে প্রভাবশালীদের মামলা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে রাজধানী ঢাকার সব খাল-ড্রেন বেদখল ও বন্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। বিশ্বব্যাংকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ফলে ঢাকা শহরের পানি ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উচ্চ আদালতে প্রভাবশালীদের রিট মামলা ও মেয়রের অসহায়ত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মেয়র আসে, মেয়র যায়। কিন্তু কোর্ট কেস শেষ হয় না। খাল-নদী-জায়গা দখলমুক্ত করা হলে সবাই হাইকোর্টে যায় এবং সুবিধা নেয়। ফলে মেয়রের পক্ষে কিছু করার থাকে না।’ আনিসুল হক বলেন, ‘ঢাকা শহরে ৫৬টি সরকারি প্রতিষ্ঠান কাজ করে। আর মেয়র এসব প্রতিষ্ঠানের চিফ ঝাড়ুদার হিসেবে কাজ করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক কোনো সমন্বয় নেই। সমন্বয় না থাকার কারণে ঢাকার খাল-নদী-জায়গা দখলমুক্ত করা কঠিন হয়ে পড়েছে।’
×