ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাধ্যমিক শিক্ষা উন্নয়নে দেড় হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

প্রকাশিত: ২৩:২৪, ২৩ নভেম্বর ২০১৫

মাধ্যমিক শিক্ষা উন্নয়নে দেড় হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাধ্যমিক শিক্ষা উন্নয়নে প্রায় ১ হাজার ৪৪৪ কোটি টাকা টাকা (১৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর দ্বিতীয় কিস্তির অংশ হিসেবে এ অর্থ দিচ্ছে সংস্থাটি। এ উপলক্ষে সোমবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় অনুষ্ঠানে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ন সচিব মোহাম্মদ সাইফুদ্দিন আহমে এবং এডিবির কান্ট্রি ডাইরেক্টর কাজুহিকো হিগুচি। এসময় জানানো হয় এডুকেশন সেক্টর ইনভেসমেন্ট প্রোগ্রাম (এসইএসআইপি) শীর্ষক কর্মসূচী বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।
×