ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ জন নিহত

প্রকাশিত: ০০:৪২, ২৩ নভেম্বর ২০১৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ জন নিহত

অনলাইন ডেস্ক ॥ ভারত শাসিত কাশ্মিরে সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর সাতজন আরোহীর সকলে নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী ও হেলিকপ্টারটির পাইলট রয়েছেন। এ পার্বত্য অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের একটি জনপ্রিয় তীর্থকেন্দ্র থেকে চলে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়। ভারত শাসিত কাশ্মিরের উত্তরাঞ্চলের জম্মু এলাকায় অবস্থিত বৈষ্ণদেবি তীর্থকেন্দ্রের কাছের কাটরা শহর থেকে উড়ার পর এ দুর্ঘটনা ঘটে। প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী এই তীর্থকেন্দ্র দেখতে আসেন। জম্মুর শীর্ষ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল দানিশ রানা এএফপিকে বলেন,‘এ হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী ও একজন মহিলা পাইলট। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।’ টেলিভিশনের ভিডিও ফুটেজে একটি মাঠের মধ্যে হেলিকপ্টারটির পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ দেখা যায়। পুলিশ স্থানটি ঘিরে রেখেছে। বৈষ্ণদেবির নামে এ তীর্থকেন্দ্র এ অঞ্চলের প্রধান নগরী জম্মুর প্রায় ৬০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।
×