ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ

প্রকাশিত: ০০:৪৩, ২৩ নভেম্বর ২০১৫

শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সোমবার সকালে শ্রমিক বিক্ষোভের মুখে অবশেষে আশুলিয়া থানাধীন বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের ‘ছয়তলা’ এলাকায় অবস্থিত ‘ফ্যাশন ক্রাফট’ নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। জানা গেছে, পাঁচ দফা দাবিতে ওই কারখানার পাঁচ শতাধিক শ্রমিক রবিবার সকালে কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। পরে এর কোন সমাধান না হওয়ায় সোমবার সকালে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সকালে শ্রমিকরা কারখানায় এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে। এ সময় শ্রমিকরা বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে সড়িয়ে দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×