ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী অবলম্বনে কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত: ০০:৪৩, ২৩ নভেম্বর ২০১৫

 দৌলতপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্বজীবনী অবলম্বনে কুইজ প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্বজীবনী অবলম্বনে ছাত্র/ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার আল্ল¬ারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান লোটন চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্ল¬ারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, বিদ্যালয়ের সদস্য সেলিম শেখ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আব্দুল জলিল, কেন্দ্রীয় কমিটির ছাত্র লীগ সদস্য রিজভী হাছান মুহাম্মুদ হিরণ, কুষ্টিয়া জেলা ছাত্র লীগ সদস্য জয়, সাকিব, রাকিবুল কবীর রিংকু, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম কবিরাজ, তুষার আহাম্মেদ ও তুহিন আহাম্মেদ প্রমূখ। বঙ্গবন্ধুর আত্বজীবনী ও বাংলাদেশের স্বাধীনতার উপর বক্তব্য শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরুস্কার বিতরণ করা হয়, অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করে ছাত্রলীগ সংগঠন।
×