ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত মামলার শুনানি ২৬ নভেম্বর

প্রকাশিত: ০০:৪৯, ২৩ নভেম্বর ২০১৫

জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত মামলার শুনানি ২৬ নভেম্বর

স্টাফ রিপোর্টার॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে কমিশনারদের জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের একটি ধারা বাতিল করে হাইকার্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপীল শুনানি ২৬ নভেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার দুদক চেয়ারম্যানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে এই দিন ঠিক করেন। এর আগে গত ১৯ নভেম্বর দুদক চেয়ারম্যানের কাছে কমিশনারদের জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ১২(২) ধারা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মৌলিক নীতি ও আইনের তিনটি ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ।দুর্নীতি দমন কমিশন আইনের ১২ (২) ধারায় বলা হয়েছে, “চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাহাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে।”২০০৪ সাল প্রণীত দুদক আইনের এই ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. কামাল হোসেন চলতি বছরের জুনে রিট আবেদনটি করেন।
×