ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র ও ছিন্নমুল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০১:১৫, ২৩ নভেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র ও ছিন্নমুল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবার ও ছিন্নমুল শিশুদের মাঝে সোমবার আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামের একটি উন্নয়ন সংস্থা । এ উপলক্ষে বিকেলে সংগঠনের ঠাকুরগাঁও জেলা কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শীত মৌসুমের প্রথম উদ্যোগী হিসেবে ওয়ার্ল্ড ভিশন -এর পক্ষে সদর উপজেলার হতদরিদ্র পরিবার ও ছিন্নমুল শিশুদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম। এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবি আগরওয়ালা, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক । উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহতের পাশাপাশি হিমেল বাতাসে খেটে খাওয়া সাধারণ মানুষ পড়ছে বিপাকে। এসময় হতদরিদ্র ও ছিন্নমুল শিশুরা কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, জেলার শীতবস্ত্রের চাহিদা পূরণে অসহায় মানুষের মাঝে বে-সরকারি সংগঠনের পাশাপাশি সরকারিভাবেও শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। জেলার শীতবস্ত্রের চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
×