ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাড়াহুড়া নেই জিদানের

প্রকাশিত: ০৪:১৩, ২৩ নভেম্বর ২০১৫

তাড়াহুড়া নেই জিদানের

স্পোর্টস রিপোর্টার ॥ গত জুন মাসে রিয়ালের কোচ হিসেবে যোগ দেন রাফায়েল বেনিতেজ। তার অধীণে বেশ ভালোই খেলছে রিয়াল। কিন্তু মৌসুমের তার নেতৃত্বে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সিলোনার কাছে লজ্জাজনকভাবে হার মানে রিয়াল। গত শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্ণাব্যূতে মেসি-সুয়ারেজ-নেইমারের কাছে পাত্তাই পাননি রোনাল্ডো-বেল-বেনজেমারা। এরপর থেকেই সমালোচনায় রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেজ। যে পরাজয়ের পর জুনে দায়িত্ব ছাড়তে বাধ্য হন কার্লো আনচেলত্তি। সেই একই কারণে এখন সমালোচনার মুখে রাফায়েল বেনিতেজেরও। এরই মধ্যে তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। আর বেনিতেজের জায়গায় সাবেক ফরাসি স্ট্রাইকার জিনেদিন জিদানকে কোচ করার দাবি উঠছে। যিনি বর্তমানে রিয়ালের যুব টিমের (মাদ্রিদ ক্যাসিলা) দায়িত্বে রয়েছেন। তবে যাকে নিয়ে এই দাবি, সেই জিদানের রিয়ালের কোহ হতে তেমন আগ্রহ নেই। বরং যে দায়িত্বে আছেন তাতেই সন্তুষ্ঠ সাবেক ফরাসি এই কিংবদন্তি ফুটবলার। এ বিষয়ে তিনি সরাসরি জানিয়ে দেন, এখনই রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত কিংবা রিয়ালের দায়িত্ব নিতে প্রস্তুত নন তিনি। এ বিষয়ে জিদান বলেন, ‘আমি ক্যাসিলার কোচ, এখানে থেকেই আরও অনেক দূর যেতে চাই। বেনিতেজ প্রথম দায়িত্ব নিয়েছেন। সবকিছুই এই মুহূর্তে ঠিক আছে। আমি ক্যাসিলাতেই থাকতে চাই। গত বছর অনেক ভুল করেছি আমরা, সেগুলো এবার শুধরে নিতে হবে এবং আমি এখানেই সুখে আছি।’ এসময় রিয়ালের সাবেক এই স্ট্রাইকার আরও বলেন, ‘একটু একটু করে এখনো আমি শিখছি। একটি বড় ক্লাবের পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার মত প্রস্তুুতি আমার নেই। আর এ নিয়ে আমি খুব তাড়াহুড়োও করতে চাচ্ছি না।’ যারা তাকে নিয়ে এমন দাবি তুলছেন, তাদের কাছে বেনিতেজের ওপর আস্থা রাখারও পরামর্শ দেন জিদান এবং দায়িত্ব নিতে না পারায় দুঃখপ্রকাশ করেন তিনি। সেইসঙ্গে রিয়ালের বর্তমান কোচ বেনিতেজেরও প্রশংসা করে জিদান বলেন, ‘বেনিতেজ এক নম্বর দলটির কোচের দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত সবকিছু ঠাকঠাক মতই চলছে।’
×