ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিরোপা স্বপ্ন বুনছেন শোয়েনস্টেইগার

প্রকাশিত: ০৪:৪০, ২৪ নভেম্বর ২০১৫

শিরোপা স্বপ্ন বুনছেন শোয়েনস্টেইগার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে শিরোপার স্বপ্ন দেখছেন বাস্টিয়েন শোয়েনস্টেইগার। জার্মান এই মিডফিল্ডার ওয়াটফোর্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের পর মনে করছেন তার দল ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের ভাল সম্ভাবনা আছে। ওয়াটফোর্ডের বিরুদ্ধে ম্যাচের শেষ সময়ের গোলে জয় পায় ম্যানইউ। ১-১ সমতা থাকা অবস্থায় টরি ডিনাইয়ের আত্মঘাতী গোলে জয় পায় রেড ডেভিলসরা। তবে গোলটিতে দারুণ অবদান রাখেন শোয়েইনি। তার নেয়া শটটিই ডিনাইয়ের গায়ে লেগে জালে প্রবেশ করে। সাক্ষাতকারে শোয়েনস্টেইগার বলেন, আমার ধারণা এই তিন পয়েন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল হারায় আমাদের শিরোপা জয়ের ভাল সুযোগ এসেছে। তবে এজন্য আমাদের পরের ম্যাচগুলোতে ভাল করতে হবে। মায়াজাল ছিন্ন করে বেয়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন জার্মান অধিনায়ক শোয়েনস্টেইগার। দীর্ঘ প্রায় দেড় যুগ বাভারিয়ানদের হৃদপৃ- হয়ে ছিলেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় তাকে পাড়ি জমাতে হয়েছে সুদূর ইংল্যান্ডে। ওল্ডট্র্যাফোর্ডে আসার পর শোয়েইনি জানিয়েছেন, ক্লাবটিতে খেলতে পেরে তিনি গর্বিত। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে গত জুলাইয়ে শোয়েনস্টেইগার বলেন, এখানে (ওল্ডট্র্যাফোর্ড) এসে ইউনাইটেডের হয়ে খেলতে পেরে আমি খুব খুশি, আনন্দিত। এটা সত্যিই অনেক বড় পাওয়া। এটা আমার জীবনের নতুন ধাপ, এখানে আমি শিরোপা জিততে চাই। এই ক্লাবের হয়ে খেলতে পারাটা গর্বের। শুধু সাবেক বস লুইস ভ্যান গালের সঙ্গে আবারও জুটিবদ্ধ হওয়া নয় বরং ক্লাবের হয়ে শিরোপা জয়ই মূল লক্ষ্য বলে জানিয়েছেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। স্বদেশী ক্লাব বেয়ার্ন মিউনিখের সঙ্গে ১৭ বছরের বন্ধন শেষ করে চলতি বছর ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউতে যোগ দিয়েছেন শোয়েনস্টেইগার। বেয়ার্নের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে আটটি বুন্দেসলীগা, সাতটি ডিএফবি পোকালাস ও একটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতার পাশাপাশি ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির হয়ে বিশ্বকাপ জয় করেন তিনি। সাফল্যের এই ধারাবাহিকতা শোয়েইনি ম্যানইউর হয়েও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
×