ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রাবাদা

প্রকাশিত: ০৪:৪১, ২৪ নভেম্বর ২০১৫

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রাবাদা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বার্ষিক ক্রীড়া পুরস্কারের তালিকায় বর্ষসেরা নতুন খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন উদীয়মান ক্রিকেটার কাগিসো রাবাদা। গত বছর মাত্র ১৯ বছর বয়সে প্রোটিয়া জাতীয় দলে অভিষেক তার। বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মাত্র ১৬ রানে ৬ উইকেট দখল করে অভিষেকে বিশ্বের সেরা বোলারের তালিকায় শীর্ষে নিজের নাম লেখান কৃষাঙ্গ এই পেসার। তার এই পরিসংখ্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে মাখায়া এনটিনির করা ২২ রানে ৬ উইকেটকেও ছাড়িয়ে যায়। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে রাবাদা অভিষেকে হ্যাটট্রিক করেন। তারপর তিনি টেস্ট দলে সুযোগ পাবার পর মাত্র ২০ বছর বয়সে এখন তিনি তিন ফর্মেটেই দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করছেন। এ সম্পর্কে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ক্রিকেটে আমাদের ক্রমোন্নতির এটাই প্রমাণ। আমরা একের পর এক ম্যাচ উইনার জন্ম দিচ্ছি। সেখানে রাবাদার নাম আলাদা করে বলতেই হয়। সত্যিকার অর্থেই সে একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার।’ এবি ডি ভিলিয়ার্স এবার এসএ ‘স্পোর্টস স্টার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। এছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাবেক নির্বাচক প্রধান রুশদি মাগিয়েট। ফাইনালে মুখোমুখি কালীগঞ্জ আশাশুনি জেলা প্রশাসক ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে কালীগঞ্জ উপজেলার মুখোমুখি হবে আশাশুনি উপজেলা ফুটবল দল। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরে আটটি দল অংশ নেয়। যার মধ্যে সাতক্ষীরার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা থেকে দল রয়েছে।
×