ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছিটেফোঁটাও প্রভাব পড়েনি

ফের জামায়াতের হরতাল প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ নভেম্বর ২০১৫

ফের জামায়াতের হরতাল প্রত্যাখ্যান

স্টাফ রিপোর্টার ॥ সোমবার জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালে ছিটেফোঁটাও প্রভাব পড়েনি। দেশের কোথাও জামায়াত-শিবিরের তৎপরতা ছিল না। এমনকি জামায়াত-শিবিরের প্রভাব থাকা জেলাগুলোতেও হরতালের কোন প্রভাব দেখা যায়নি। ঢাকার চিত্র দেখে মনে হয়নি হরতাল নামের কোন কর্মসূচী চলছে। দিব্যি গাড়ি চলছে। মানুষ ছিল কর্মব্যস্ত। ট্রেন ও লঞ্চের চলাচল ছিল একেবারেই স্বাভাবিক। অনেকটাই স্বাভাবিক ছিল দূরপাল্লার বাসের চলাচলও। পুরো রাজধানীর কোথাও জামায়াত-শিবিরের তৎপরতা ছিল না। মানুষের মধ্যে ন্যূনতম কোন আতঙ্ক ছিল না। সারাদেশেই ছিল এমন চিত্র। এমনকি চট্টগ্রামেও হরতালের কোন প্রভাব পড়েনি। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থায় ছিল। ঢাকায় নাশকতা চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় রবিবার মধ্যরাত থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, শাহবাগ থানা জামায়াতের সেক্রেটারি জেনারেল নূর মোহাম্মদ ম-ল ও পল্টন থানা জামায়াতের সহকারী বাইতুল মাল সেক্রেটারি জেনারেল ফারুক হোসাইন ও ছাত্রশিবিরের ৮ নেতাকর্মীসহ ২০ জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সারাদেশেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনগুলোর হরতালবিরোধী তৎপরতা ছিল বেশি। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে হরতাল চলাকালে এমন চিত্রই চোখে পড়েছে। দলের সেক্রেটারি জেনারেল কুখ্যাত যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত। হরতালের মধ্যেই সারাদেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রী (পাস) পরীক্ষা। রাজধানীর অধিকাংশ শপিংমলও খোলা ছিল। রাজধানীতে জামায়াতের কর্মসূচী প্রত্যাখ্যান করে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো।
×