ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় ভারতীয় এক্সিস ব্যাংকের যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:০৪, ২৪ নভেম্বর ২০১৫

ঢাকায় ভারতীয় এক্সিস ব্যাংকের যাত্রা শুরু

ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারী ব্যাংক এক্সিস ব্যাংক রিপ্রেজেনটেটিভ অফিসের মাধ্যমে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। রবিবার রাজধানীর গুলশানে ব্যাংকের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং এক্সিস ব্যাংকের প্রতিনিধি পি মুখার্জী। এখন থেকে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে বিভিন্ন ধরনের ব্যাংকিং ও ট্রেড ফিন্যান্স সুবিধা প্রদানে কাজ করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ছাড়াও আরও ৫টি দেশে এক্সিস ব্যাংকের শাখা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার জানুয়ারি থেকে তাজরীন ফ্যাশনসের ক্ষতিপূরণ দেয়া শুরু হবে তাজরীন ফ্যাশনসে আগুনে নিহতদের পরিবার এবং আহত কর্মীদের আগামী জানুয়ারিতে ক্ষতিপূরণ দেয়া শুরু করবে কর্তৃপক্ষ। ক্ষতিপূরণ দিতে গঠন করা ট্রাস্ট তাজরীন ক্লেইমস এ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্টের মাধ্যমে এ ক্ষতিপূরণ দেয়া হবে। ২০১৬ সালের এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ দেয়া শেষ হবে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই তাজরীন ফ্যাশনসে আগুনে ক্ষতিগ্রস্তদের অভিযোগ গ্রহণ শুরু হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে ক্ষতিপূরণ দেয়া শুরু করবে ট্রাস্ট। এছাড়া ঐ দুর্ঘটনায় আহত শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে কীভাবে তারা ক্ষতিপূরণের দাবি উপস্থাপন করবে- সে ব্যাপারে তাদের পরামর্শ দিচ্ছে ট্রাস্ট। সেক্ষেত্রে সাভারের সিআরপিতে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ক্লিন ক্লথ ক্যাম্পেইন এবং ইন্ডাস্ট্রি আলের উদ্যোগে ক্ষতিপূরণের জন্য অর্থ দেয়ার আশ্বাস দিয়েছে জার্মান ভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিএ্যান্ডএ। -অর্থনৈতিক রিপোর্টার
×