ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৭:২০, ২৪ নভেম্বর ২০১৫

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২ কোম্পানি ও এক মিউচুয়াল ফান্ডের মোট ৩ লাখ ৩৮ হাজার শেয়ার ও ইউনিট ৫ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৮ কোটি ৪ লাখ ৫৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া যায়। ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো : বাটা সু এবং আইডিএলসি। অন্যদিকে মিউচুয়াল ফান্ডটি হলো এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সোমবার ব্লক মার্কেটে বাটা সু’র ৫০ হাজার শেয়ার ৩ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ১৩২০ টাকায় অপরিবর্তিত ছিল। আইডিএলসি’র ২ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার বঙ্গজের সভা আজ বঙ্গজের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে। এই সভা থেকেই বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×