ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোতলের মুখ দিয়ে ভান গগের ছবি

প্রকাশিত: ১৮:২১, ২৪ নভেম্বর ২০১৫

বোতলের মুখ দিয়ে ভান গগের ছবি

অনলাইন ডেস্ক॥ তাইওয়ানে একটি স্কুলের ছাত্রীরা বোতলের নানা রঙের মুখ দিয়ে ভান গগের বিখ্যাত একটি ছবি তৈরি করেছে। ‘দ্যা স্ট্যারি নাইট’ বা ‘নক্ষত্রের রাত’- এই ছবিটি তৈরি করতে এরকম ৩০ হাজার বোতলের মুখ ব্যবহার করা হয়েছে। পুরো ছবিটি তৈরি করতে তাদের সময় লেগেছে মাত্র ৫০ মিনিট। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ছাত্রীরা ছবিটির কয়েকটি আলাদা আলাদা অংশ তৈরি করে পরে সেগুলোকে একসাথে জোড়া দেওয়া হয়েছে। তাইওয়ানের ‘ইটি টুডে’ ওয়েবসাইটকে উদ্ধৃত করে এই খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং। পরো ছবিটির আকার ২০ বর্গ মিটার। ওই স্কুলের একজন শিক্ষক, যিনি এই কাজটি তদারকি করেছেন, তিনি বলছেন, ছাত্রীরা যাতে কোনো জিনিসের রিসাইক্লিং এর ব্যাপারে সচেতন হয় এবং নিজেদের মধ্যে টিম ওয়ার্ক গড়ে ওঠে সেজন্যেই বোতলের মুখ দিয়ে এই ছবিটি পুনর্গঠন করা হয়েছে।তিনি বলেন, যেসব ছাত্রীরা খুব অন্তর্মুখী তাদেরকেও এই কাজটি করতে গিয়ে একে অন্যের সাথে কথা বলতে হয়েছে। গ্রীস্মকালে ওই বোতলের মুখ সংগ্রহ করতে শুরু করে স্কুলের ছাত্রীরা। কিন্তু এই কাজটি খুব একটা সহজ ছিলো না। এটা করতে গিয়ে ছাত্রীরা তাদের পিতামাতা, ভাই বোন, বন্ধু বান্ধব ও বর্ধিত পরিবারের সদস্যদেরও সহায়তা নিয়েছে। বোতলের মুখ সংগ্রহ ও মুখ পরিষ্কার করতে এগিয়ে এসেছে স্থানীয় লোকজনও। বোতলের মুখ দিয়ে বিখ্যাত শিল্পী ভ্যান গগের এই ছবিটি তৈরি করতে পেরে ছাত্রীরাও খুব খুশি। সূত্র : বিবিসি বাংলা
×