ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরোধীদলীয় নেত্রী প্রধানমন্ত্রীকে নিজের বাড়ি ছেড়ে দেবেন

প্রকাশিত: ১৮:৪৮, ২৪ নভেম্বর ২০১৫

বিরোধীদলীয় নেত্রী প্রধানমন্ত্রীকে নিজের বাড়ি ছেড়ে দেবেন

অনলাইন রির্পোটার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বাড়ি ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। প্রধানমন্ত্রীর সরকারি কোনো প্লট নেই এমনটা জানার পর তিনি এই প্রস্তাব দিয়েছেন। সোমবার জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে রওশন প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য প্লট বরাদ্দের দাবি করেন। তিনি বলেন, “যারা নতুন সংসদ সদস্য, তাদের প্লট নেই। তাদের প্লট বরাদ্দের ব্যাপারে আমি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।” এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসন থেকে মাইক ছাড়াই বলে ওঠেন, “আমারই তো প্লট নেই।” জবাবে রওশন বলেন, “প্রধানমন্ত্রীর তো সারা বাংলাদেশ। তার লাগবে কেন? তিনি চাইলে আমার বাড়ি ছেড়ে দিব।” এসময় পুরো অধিবেশন কক্ষে হাসির রোল পড়ে।
×