ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার হজে নিহতের ক্ষতিপূরণ চায়নি

প্রকাশিত: ১৮:৪৯, ২৪ নভেম্বর ২০১৫

সরকার হজে নিহতের ক্ষতিপূরণ চায়নি

অনলাইন রির্পোটার ॥ এ বছর হজের সময় মক্কায় ক্রেইন দুর্ঘটনায় একজন বাংলাদেশিরও মৃত্যুর ক্ষতিপূরণ দাবি করেনি সরকার। হজে ক্রেইন উল্টে এক বাংলাদেশি নিহত হওয়া ছাড়াও মিনায় পদদলনে মারা যান শতাধিক। সৌদি সরকার ক্রেইন উল্টে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও মিনায় পদদলনের বিষয়ে কিছু বলেনি। সংসদে এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, “সৌদি কর্তৃপক্ষ শুধু ক্রেইন দুর্ঘটনায় নিহত এবং আহত হাজিদের ক্ষতিপূরণ ঘোষণা করলেও অদ্যাবধি এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। বাংলাদেশ সরকার কর্তৃক ক্ষতিপূরণ দাবির বিষয়ে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত হয় নাই।” তিনি জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে একথা জানান।
×