ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সূচকের মিশ্র প্রবণতায় চলছে ডিএসইর লেনদেন

প্রকাশিত: ১৯:১৬, ২৪ নভেম্বর ২০১৫

সূচকের মিশ্র প্রবণতায় চলছে ডিএসইর লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ১১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির। আর দর কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৩ পয়েন্টে। প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
×