ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে এবার আমির খান

প্রকাশিত: ২১:৪৪, ২৪ নভেম্বর ২০১৫

ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে এবার আমির খান

অনলাইন ডেস্ক॥ ভারতে গত কয়েকমাসের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে সমালোচনায় এবার যোগ দিলেন বলিউড অভিনেতা আমির খান। এক অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতিতে তিনি শঙ্কিত বলে মন্তব্য করেন। তার স্ত্রী কিরন রাও এজন্য প্রয়োজনে দেশ ছাড়তে চাইছেন বলেও জানিয়েছেন তিনি। এ মন্তব্যের জন্য যেমন ক্ষমতাসী দল বিজেপির তোপের মুখে পড়েছেন আমির, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম আর বলিউড পাড়ায়ও এ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে, ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতায় শঙ্কিত হয়ে পড়েছেন বলে যখন আমির মন্তব্য করেন, তখন ক্ষমতাসীন দল বিজেপির একজন সিনিয়র মন্ত্রী অরুন জেটলি ঐ মঞ্চেই ছিলেন। আমির বলেন, তিনি এবং কিরন জীবনের পুরোটা সময়ই ভারতে কাটিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রথমবারের মত কিরন বলছেন, সন্তানদের নিরাপত্তার জন্য প্রয়োজনে তাদের দেশের বাইরে যাবার কথা ভাবা উচিত। এ মাসের শুরুতেই ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে বিজেপির তোপের মুখে পড়েছিলেন আরেক জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খান। গত মাসখানেক ধরেই দেশটির খ্যাতিমান লেখক, বিজ্ঞানী, চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পীরা নিজেদের কাজের জন্য পাওয়া জাতীয় পুরস্কার প্রত্যাখ্যান করে ভারতজুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে আসছেন। সূত্র : বিবিসি বাংলা
×